Wednesday, April 24, 2024
No menu items!
Homeফাজায়েল ও মাসায়েলরোযার ফিদিয়ার মাসায়েল

রোযার ফিদিয়ার মাসায়েল

কোন ব্যক্তি রোযা রাখতে না পারলে বা কাযা আদায় করতে না পারলে যে ক্ষতি পূরণ দিতে হয় তাকে ফেদিয়া বলে।

প্রতিটা রোযার পরিবর্তে সদকায়ে ফিতর পরিমান পণ্য বা তার মূল্য দান করাই হল এক রোযার ফেদিয়া। যার জিম্মায় কাযা রোযা রয়েছে জীবদ্দশায় আদায় হয়নি মৃত্যুর পর তার ওয়ারিশগণ তার রোযার  ফেদিয়া আদায় করবে মৃত ব্যাক্তি ওসিয়ত করে গিয়ে থাকলে তার ত্যাজ্য সম্পদ থেকে নিয়ম অনুযায়ী এই ফেদিয়া আদায় করা হবে। আর ওসিয়ত না করে থাকলে ও ওয়ারিসগন নিজেদের মাল থেকে ফেদিয়া আদায় করে দেয় তবু ও আশা করা যায় আল্লাহ্‌ তায়ালা কবুল করবেন এবং মৃত ব্যক্তিকে ক্ষমা করবেন।         

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments