Thursday, April 25, 2024
No menu items!
Homeইসলামের স্তরনামাযনামাজের গুরুত্ব ও ফযিলত

নামাজের গুরুত্ব ও ফযিলত

আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর এই মনোনীত ধর্মের দ্বিতীয় ভিত্তিমূল বা স্তম্ভ হলো সালাত বা নামাজ। খুঁটি ছাড়া যেমন ঘর হয় না, তদ্রূপ নামাজ ছাড়াও দ্বীন পরিপূর্ণ হয় না। প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ সবার জন্যই নামাজ আদায় করা ফরজ। নামাজ আদায় করা আল্লাহর হুকুম। ইসলামে নামাজের গুরুত্ব অত্যাধিক।

যে ব্যক্তি নামাজের ফরজিয়্যাতকে অস্বীকার করবে সে অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত হবে।সে কাফের হয়ে যাবে। কিন্তু অস্বীকার নয়; বরং নামাজ না পড়ে তবে সে ফাসেক বা গোনাহগার।

প্রিয় নবী (সা.) ইরশাদ করেছেন, ‘বান্দা ও কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ’ (মুসলিম, মিশকাত)। পবিত্র কোরআনে আল্লাহপাক সালাত শব্দটিকে ৮৩ বার ব্যবহার করেছেন। অন্য কোনো ইবাদতের বিষয়ে আল্লাহপাক এতবার কোনো শব্দ ব্যবহার করেননি। এতেই বোঝা যায় আল্লাহপাকের কাছে নামাজের গুরুত্ব কত বেশি।

নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহপাক ইরশাদ করেছেন, ‘আমার বান্দাদেরকে বলে দিন যারা বিশ্বাস স্থাপন করেছে, তারা যেন নামাজ কায়েম রাখুক এবং আমার দেওয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করুক ওই দিন আসার আগে, যেদিন কোনো বেচাকেনা নেই এবং বন্ধুত্বও নেই’ (সুরা ইবরাহিম, আয়াত-৩১)।

নামাজ হলো মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহপাক মুমিনদের প্রশংসা করে ইরশাদ করেছেন, ‘তারা সালাত কায়েম করে’ (বাকারা-০৩)।

যারা নামাজের বিষয়ে অবহেলা প্রদর্শন করে তাদের নিন্দা করে আল্লাহপাক ইরশাদ করেছেন, ‘তাদের পর আসল এমন এক অসৎ বংশধর যারা নামাজ বিনষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল। সুতরাং তারা অচিরেই জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে’ (মারইয়াম-৫৯)।

ইসলামের যে অংশ সর্বশেষ বিদায় নেবে তা হচ্ছে এই নামাজ। নামাজ যখন বিদায় নেবে তখন ইসলামের আর কোনো অংশই অবশিষ্ট থাকবে না।

রাসুল (সা.) বলেন, ‘ইসলামের বন্ধন সব এক এক করে ছিঁড়ে যাবে। যখন একটি বন্ধন ছিঁড়ে যাবে মানুষ তার পরবর্তী বন্ধনটি আঁকড়ে ধরবে। সর্বপ্রথম ইসলামী শাসন বিলুপ্ত হবে আর সর্বশেষ উঠে যাবে সালাত’ (ইবনে হিব্বান)। নামাজ কবিরা গুনাহ ছাড়া সব পাপ মোচন করে।

রাসুল (সা.) বলেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে অপর জুমা মধ্যবর্তী সময়ে কৃত গুনাহসমূহের কাফফারা। যতক্ষণ না সে কবিরা গুনাহে লিপ্ত না হয়’ (মুসলিম)।

রাসুল (সা.) একটি দৃষ্টান্ত দিয়ে বলেন, ‘যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে আর সে দৈনিক পাঁচবার তাতে গোসল করে, তবে কি তার শরীরে ময়লা থাকতে পারে?’ সাহাবিরা বললেন, না।

রসুল (সা.) বললেন, ‘পাঁচ ওয়াক্ত সালাতের দৃষ্টান্তও তদ্রূপ। আল্লাহপাক নামাজের মাধ্যমে গুনাহ মোচন করে দেন’ (মুসলিম-৪৯৭) আল্লাহপাক আমাদেরকে সালাতের হক বুঝে পাচঁ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুক! আমিন

মুফতি নাজমুল হাসান সাকিব
মুফতি নাজমুল হাসান সাকিব
নাম: নাজমুল হাসান সাকিব পিতা: মুজিবুর রহমান স্থায়ী ঠিকানা: বাহেরবালী, বাজিতপুর, কিশোরগঞ্জ। বর্তমান ঠিকানা: বসুন্ধরা, বারিধারা, ঢাকা ১২২৯ পড়াশোনাঃ- বাহেরবালী দারুল উলূম নূমানিয়া মাদরাসা, বাজিতপুর, কিশোরগঞ্জ। (নূরানী টু হেদায়াতুন্নাহ্) জামিয়াতুস সালাম মদিনাবাগ, মুগদা, সবুজবাগ, ঢাকা। (কাফিয়া-শরহে বেকায়া) মারকাজুল উলূম আল-ইসলামিয়া মান্ডা, মুগদা, সবুজবাগ, ঢাকা। (আরবী স্নাতক ৪র্থ বর্ষ) মদিনাতুল উলূম বসুন্ধরা মাদরাসা ( হেদায়া) মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা। (এম এ- মাস্টার্স) আল মারকাজুল ইসলামী বাংলাদেশ। (ইসলামি আইন ও গবেষণা বিভাগ) পেশা: লেখালেখি ও পড়াশোনা। (ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নে এখনো অধ্যায়ণরত)।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments