Wednesday, April 24, 2024
No menu items!
Homeপ্রশ্ন এবং উত্তর/ Questions and Answersপ্যাগোডায় ইফতার ও নামাজ সহীহ হবে কি?

প্যাগোডায় ইফতার ও নামাজ সহীহ হবে কি?

প্রশ্নঃ- এক বৌদ্ধ মুসলিমদের জন্য ইফতারির আয়োজন করেছে এবং প্যাগোডায় (বৌদ্ধ মন্দির) নামাজের ব্যবস্থা করেছে। আমি জানতে চাচ্ছি প্যাগোডায় ইফতার ও নামাজ সহীহ হবে কি?

بسم الله الرحمن الرحيم

উত্তরঃ-

বিধর্মীদের দ্বীনে ইসলামের প্রতি আকৃষ্ট করার আশায় বিধর্মীদের দাওয়াত গ্রহণ করা ও তাতে অংশ নেয়া জায়েজ আছে। তবে কোন হারাম খানা কিংবা নিজের দ্বীনী বিষয়ের ক্ষতি হবার শংকা হলে জায়েজ নয়।

وَفِي التَّفَارِيقِ لَا بَأْسَ بِأَنْ يُضِيفَ كَافِرًا لِقَرَابَةٍ أَوْ لِحَاجَةٍ كَذَا فِي التُّمُرْتَاشِيِّ. وَلَا بَأْسَ بِالذَّهَابِ إلَى ضِيَافَةِ أَهْلِ الذِّمَّةِ (الفتاوى الهندية، كتاب الكراهية، الباب الرابع عشر فى اهل الذمة الخ-5/347، المحيط البرهانى، كتاب الكراهية، الفصل

السادس عشر اهل الذمة-8/70  

প্যাগোডায় যদি মূর্তি বা ছবি টাঙ্গানো থাকে, তাহলে উক্ত প্যাগোডায় নামায হবে না। যদি মূর্তি ও ছবি টানানো না থাকে, বরং খালি হয়, তাহলে নামায পড়লে নামায হয়ে যাবে। হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ

جُعِلَتْ لِيَ الْأَرْضُ كُلُّهَا مَسْجِدًا

আমার জন্য পুর্ণ জমিনকে মসজিদ বানিয়ে দেয়া হয়েছে। [সুনানে তিরমিজী, হাদীস নং-৩১৭, মুসনাদুল হুমায়দী, হাদীস নং-৯৭৫]

وَكَانَ ابْنُ عَبَّاسٍ: «يُصَلِّي فِي البِيعَةِ إِلَّا بِيعَةً فِيهَا تَمَاثِيلُ

হযরত ইবনে আব্বাস রাঃ গীর্জায় নামায পড়তেন, তবে মূর্তি থাকলে পড়তেন না। [সহীহ বুখারী-১/৯৪]

والله اعلم بالصواب

মুফতি নাজমুল হাসান সাকিব
মুফতি নাজমুল হাসান সাকিব
নাম: নাজমুল হাসান সাকিব পিতা: মুজিবুর রহমান স্থায়ী ঠিকানা: বাহেরবালী, বাজিতপুর, কিশোরগঞ্জ। বর্তমান ঠিকানা: বসুন্ধরা, বারিধারা, ঢাকা ১২২৯ পড়াশোনাঃ- বাহেরবালী দারুল উলূম নূমানিয়া মাদরাসা, বাজিতপুর, কিশোরগঞ্জ। (নূরানী টু হেদায়াতুন্নাহ্) জামিয়াতুস সালাম মদিনাবাগ, মুগদা, সবুজবাগ, ঢাকা। (কাফিয়া-শরহে বেকায়া) মারকাজুল উলূম আল-ইসলামিয়া মান্ডা, মুগদা, সবুজবাগ, ঢাকা। (আরবী স্নাতক ৪র্থ বর্ষ) মদিনাতুল উলূম বসুন্ধরা মাদরাসা ( হেদায়া) মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা। (এম এ- মাস্টার্স) আল মারকাজুল ইসলামী বাংলাদেশ। (ইসলামি আইন ও গবেষণা বিভাগ) পেশা: লেখালেখি ও পড়াশোনা। (ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নে এখনো অধ্যায়ণরত)।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments