Tuesday, April 16, 2024
No menu items!
Homeপ্রশ্ন এবং উত্তর/ Questions and Answersগোছল ফরজ থাকা অবস্থায় ভুলে আদায়কৃত নামাযের হুকুম কী?

গোছল ফরজ থাকা অবস্থায় ভুলে আদায়কৃত নামাযের হুকুম কী?

গোছল ফরজ থাকা অবস্থায় ভুলে আদায়কৃত নামাযের হুকুম কী?

প্রশ্নঃ-

আমার নাম মুহাঃ মাহমুদুল হাসান
ঠিকানাঃ বাজিতপুর, কিশোরগঞ্জ।

(নিম্নে প্রদত্ত কিছু মাসআলা জানতে চাই তা হলঃ-)

কেউ যদি জুনুবী হয়,কিন্তু সে এ সম্পর্কে অবগত নয়, অর্থাৎ তার এহতেলাম হয়েছে যে, সে এর ধারনাও করতে পারেনি এবং অনুভব ও করতে পারেনি, এমতাবস্তায় সে দু থেকে তিন ওয়াক্ত নামাজ সে পড়ে ফেলেছে। এমনকি সে তারাবির নামাজের ইমামতিও করেছে। না জানা অবস্তায়। ঘঠনাক্রমে সে রাত্রে বিশ্রামাগারে গিয়ে  বুঝতে পারে যে সে জুনুবী।
এখন তার এবং মুসল্লিদের নামাজ হবে কি?

উত্তরঃ

بسم الله الرحمن الرحيم

গোসল ফরজ থাকা অবস্থায় নামায পড়লে সে নামায আদায় হয় না। নামায বিশুদ্ধ হবার জন্য পবিত্র হওয়া আবশ্যক।

তাই গোসল ফরজ থাকা অবস্থায় যত ওয়াক্ত নামায পড়ানো হয়েছে সব ক’টি নামায কাযা করতে হবে।

عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مِفْتَاحُ الصَّلاةِ الطُّهُورُ،

হযরত মুহাম্মদ বিন হানাফিয়্যাহ, তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল সাঃ ইরশাদ করেছেন, নামাযের চাবি হল পবিত্রতা। [মুসনাদে আহমাদ, হাদীস নং-১০০৬, ইবনে মাজাহ, হাদীস নং-২৭৬, সুনানে আবু দাউদ, হাদীস নং-৬১}

والله اعلم بالصواب

মুফতি নাজমুল হাসান সাকিব
মুফতি নাজমুল হাসান সাকিব
নাম: নাজমুল হাসান সাকিব পিতা: মুজিবুর রহমান স্থায়ী ঠিকানা: বাহেরবালী, বাজিতপুর, কিশোরগঞ্জ। বর্তমান ঠিকানা: বসুন্ধরা, বারিধারা, ঢাকা ১২২৯ পড়াশোনাঃ- বাহেরবালী দারুল উলূম নূমানিয়া মাদরাসা, বাজিতপুর, কিশোরগঞ্জ। (নূরানী টু হেদায়াতুন্নাহ্) জামিয়াতুস সালাম মদিনাবাগ, মুগদা, সবুজবাগ, ঢাকা। (কাফিয়া-শরহে বেকায়া) মারকাজুল উলূম আল-ইসলামিয়া মান্ডা, মুগদা, সবুজবাগ, ঢাকা। (আরবী স্নাতক ৪র্থ বর্ষ) মদিনাতুল উলূম বসুন্ধরা মাদরাসা ( হেদায়া) মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা। (এম এ- মাস্টার্স) আল মারকাজুল ইসলামী বাংলাদেশ। (ইসলামি আইন ও গবেষণা বিভাগ) পেশা: লেখালেখি ও পড়াশোনা। (ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নে এখনো অধ্যায়ণরত)।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments