Thursday, April 25, 2024
No menu items!
Homeপ্রশ্ন এবং উত্তর/ Questions and Answersতারাবীহ চার রাকআত নামযের পরা দোয়া পড়া, কোরআন হাদিসে আসে কি?

তারাবীহ চার রাকআত নামযের পরা দোয়া পড়া, কোরআন হাদিসে আসে কি?

উত্তরঃ কোরআন এবং হাদিসে এমন কি ফিকহের কিতাবেও এমন কোন নির্দিষ্ট দোয়া উল্লেখ্য করা নাই যে চার রাকায়াত পর পর পড়তে হবে।

প্রত্যেক তারাবীহ ( অর্থাৎ, চার রাকআত) এর পরে সামান্য সময় আরাম করে নেওয়া মুস্তাহাব। আরাম করার জন্য যতটা সময় বসবে তাতে চুও করে থাকা আর না থাকা তা ইচ্ছা। চুপ করে বসে থাকতে পারে কিংবা (আস্তে আস্তে) কুরআন মাজীদ পাঠ করতে অথবা তাসবীহ পড়তে অথবা একা একা নফল নামায ও পড়তে পারে।

ফতোওয়ায়ে শামী খন্ড ২ পৃঃ ৪৯৬

ফতোওয়ায়ে রাহিমিয়া খন্ড ১ পৃঃ৩৪৭/৩৫২

ফতোওয়ায়ে মাহমুদীয়া খন্ড ৭ পৃঃ৩৪৮/৩৬৬

ফতোওয়ায়ে দারুল উলুম খন্ড ৪ পৃঃ২৭৬/২৭৯

কিতাবুন্নাওয়াজিল খন্ড ৫ পৃঃ১০৫

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments