Tuesday, December 3, 2024
No menu items!
Homeরোজাপবিত্র শবে কদর

পবিত্র শবে কদর

২৬ রোজার দিন শেষে আগত রাতই পবিত্র শবে কদর। বড় পীর আব্দুল কাদীর জিলানী রহ. বলেন, সর্ব প্রথম মানুষ হযরত আদম আ.। সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ মুস্তফা সা.। সাপ্তাহেরর সেরা দিন পবিত্র জুমাবার। বছরের সেরা মাস রমজানুল মোবারক। আর বছরের শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর বা শবে বরাত। (গুনিয়াতুত তালিবিন)
পবিত্র কুরআনুল কারীমে শবে কদর বিষয়ে আল্লাহ তায়ালা বলেন,


والكتاب المبين،، إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين، ، فيها يفرق كل أمر حكيم


তরজমাঃ শপথ কিতাবের আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রজনীতে। নিশ্চয় আমি সতর্ককারী। এ রাতে সব গুরুত্বপপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়। (সূরা দোখান ২-৪ )
হাদিসেও এই বরকতময় ভাগ্য রজনীর বহু ফযিলত বর্ণনা করা হয়েছে। হযরত আনাস বিন মালেক রা. সূত্রে বর্ণিত,


عن أنس بن مالك قال دخل رمضان : فقال رسول آلله صلي الله عليه وسلم : إن هذا الشهر قد حضركم . وفيه ليلة خير من ألف شهر. من حرمها فقد حرم الخير كله. ولا يحرم خيرها إلا محروم.


তরজমাঃ রাসুল সা. বলেন, তোমাদের রোজার মাস দেয়া হয়েছে। এই মাসে এমন এক রজনী রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম। যে এই রাতের কল্যাণ থেকে বঞ্ছিত হবে, সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্ছিত। (ইবনে মাজাহ ১৬৪৪)
এ ছাড়াও রাসুল সা. বলেছেন,


واذا كانت ليله القدر يأمر الله تعالي عز وجل جبريل عليه السلام فيهبط في كبكبه من الملائكة إلى الارض ومعهم لواء اخضر فيركز اللواء على ظهر الكعبه وله مائة جناح منها جناحان لا ينشر هما إلا في تلك الليلة فينشرهما في تلك الليلة فيجاوزان المشرق إلي المغرب فيبث جبريل عليه السلام الملايكة في هذه الليلة فيسلمون على كل قائما وقاعد ومصل وذلك وذاكر يصافحونهم ويؤمنون على دعائهم حتى يطلع الفجر… ( رواه البيهقي ٣٦٩٥)


শবে কদরের রাত নির্ধারণে বিভিন্ন মতামত পাওয়া যায়,


عن عبادة بن الصامت أنه قال يا رسول الله أخبرنا عن ليلة القدر فقال رسول الله صلي الله عليه وسلم هي في رمضان التمسوها في الشعر الأواخر فإنها وتر في إحدى وعشرين أو ثلاث وعشرين أو خمس وعشرين أو سبع وعشرين أو تسع وعشرين أو في آخر ليلة…
(مسند أحمد ٢٢٧٩٣)


তরজমাঃ এছাড়া সাহাবি উবাই ইবনে বাব ও হযরত মুয়াবিয়া রা. সহ আরো অন্যান্য সাহাবাগণ ২৭ রোজার রজনীকে শবে কদর বলে মত দিয়েছেন।
শায়খুল হাদিস যাকারিয়া রহ. বলেন, এই রাতে পৃথিবীর সব বস্তু প্রভুর কুদরতি পায়ে সেজদা করে, বৃক্ষরাজী ও প্রাণীকুল আল্লাহর তাসবীহ পড়ে। ভাগ্য রজনীর আংশিক নয়, পুরো বরকত যেন আল্লাহ আমাদের দান করেন।

মুফতি নাজমুল হাসান সাকিব
মুফতি নাজমুল হাসান সাকিব
নাম: নাজমুল হাসান সাকিব পিতা: মুজিবুর রহমান স্থায়ী ঠিকানা: বাহেরবালী, বাজিতপুর, কিশোরগঞ্জ। বর্তমান ঠিকানা: বসুন্ধরা, বারিধারা, ঢাকা ১২২৯ পড়াশোনাঃ- বাহেরবালী দারুল উলূম নূমানিয়া মাদরাসা, বাজিতপুর, কিশোরগঞ্জ। (নূরানী টু হেদায়াতুন্নাহ্) জামিয়াতুস সালাম মদিনাবাগ, মুগদা, সবুজবাগ, ঢাকা। (কাফিয়া-শরহে বেকায়া) মারকাজুল উলূম আল-ইসলামিয়া মান্ডা, মুগদা, সবুজবাগ, ঢাকা। (আরবী স্নাতক ৪র্থ বর্ষ) মদিনাতুল উলূম বসুন্ধরা মাদরাসা ( হেদায়া) মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা। (এম এ- মাস্টার্স) আল মারকাজুল ইসলামী বাংলাদেশ। (ইসলামি আইন ও গবেষণা বিভাগ) পেশা: লেখালেখি ও পড়াশোনা। (ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নে এখনো অধ্যায়ণরত)।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments