নাজাতের শেষ দশক; গুরুত্বপূর্ণ ৭ আমল

দেখতে দেখতে আমরা মহিমান্বিত পবিত্র মাহে রমজানের শেষ দশকে উপনীত হয়েছি- যা আসলে পুরো রমজান মাসের সবচে’য়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। তিন কারণে শেষ দশকের এতো তাৎপর্য। ১. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দশকে সবচে’য়ে বেশি ইবাদত করতেন। ২. এই দশকে লাইলাতুল কদর আছে। ৩. এই দশকে কুরআন নাযিল হয়েছে।

এই দশকে করণীয় ৭টি আমল –

. সারা রাত সজাগ থেকে ইবাদত করা।

. ইবাদতের জন্য কোমর বেঁধে নেওয়া বা স্ত্রীমিলন না করে সর্বোত্তমভাবে ইবাদতে প্রবৃত্ত হওয়া।

৩. পরিবারের সবাইকে ইবাদতের জন্য ডেকে তোলা। সবাইকে ইবাদতের জন্য আগ্রহ উদ্দিপনা দেয়া।

৪. ই’তিকাফ করা।

. লাইলাতুল কদরের আশায় প্রতি রাতে ইবাদত করা এবং ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউয়ুন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্না/আন্নী’ পড়া।

৬. বেজোড় রাতগুলোতে ইবাদতের জন্য বিশেষ যত্নবান হওয়া।

৭. শেষ দিনে সদকায়ে ফিৎর দেওয়া।

নাজমুল হাসান সাকিব

Previous articleইতেকাফের দশটি মাসয়ালা
Next articleযেসব কারণে ইতিকাফ ভেঙে যায়
মুফতি নাজমুল হাসান সাকিব
নাম: নাজমুল হাসান সাকিব পিতা: মুজিবুর রহমান স্থায়ী ঠিকানা: বাহেরবালী, বাজিতপুর, কিশোরগঞ্জ। বর্তমান ঠিকানা: বসুন্ধরা, বারিধারা, ঢাকা ১২২৯ পড়াশোনাঃ- বাহেরবালী দারুল উলূম নূমানিয়া মাদরাসা, বাজিতপুর, কিশোরগঞ্জ। (নূরানী টু হেদায়াতুন্নাহ্) জামিয়াতুস সালাম মদিনাবাগ, মুগদা, সবুজবাগ, ঢাকা। (কাফিয়া-শরহে বেকায়া) মারকাজুল উলূম আল-ইসলামিয়া মান্ডা, মুগদা, সবুজবাগ, ঢাকা। (আরবী স্নাতক ৪র্থ বর্ষ) মদিনাতুল উলূম বসুন্ধরা মাদরাসা ( হেদায়া) মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা। (এম এ- মাস্টার্স) আল মারকাজুল ইসলামী বাংলাদেশ। (ইসলামি আইন ও গবেষণা বিভাগ) পেশা: লেখালেখি ও পড়াশোনা। (ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নে এখনো অধ্যায়ণরত)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here