Thursday, December 5, 2024
No menu items!
Homeদোয়া ও বাণীআল্লামা হারুন বুখারী দ্বীনাবাদী হাফি. এর দোয়া ও বাণী

আল্লামা হারুন বুখারী দ্বীনাবাদী হাফি. এর দোয়া ও বাণী

মুফাসসিরে কোরআন, মুনাযিরে যামান, শাইখুল হাদীস আল্লামা হারুন বুখারী দ্বীনাবাদী হাফি. এর দোয়া ও বাণী:-

আমি শুনে অত্যান্ত্য খুশি হলাম যে, আমার ছাত্র মুহা. নাজমুল হাসান তার আরো কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে অনলাইন ওয়েবসাইট দ্বীন শিক্ষা.কম এর মাধ্যমে দ্বীনি কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন। বর্তমানে এটি সময়ের দাবি। পুরো অনলাইন জগতটাই ছিল এতদিন বাতিলপন্থীদের দখলে। বর্তমানে আমাদের অঙ্গনের কিছু আলেম-উলামা ও ছাত্রবন্ধুগণও এগিয়ে এসেছে এই পথে।

বিষেশতঃ দ্বীন শিক্ষা.কম পরিবার। তাদের এই প্রশংসনীয় উদ্দ্যোগকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই। সকল লেখক-পাঠকদের জন্য রইল অবিরাম ভালবাসা ও অভিনন্দন। দোয়া করি আল্লাহ্ তাদের এই উদ্দ্যোগ খালেস দ্বীনে হানিফের জন্য কবুল করে নাজাতের উসিলা বানিয়ে দেন। সবার প্রতি শুভ কামনা রেখে এখানেই ইতি টানলাম।

– বান্দা মুহাম্মদ হারুন বুখারী খাদেমে হাদিস ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা, বাংলাদেশ।

২৭/০৯/২০২০ইং

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments