Friday, March 29, 2024
No menu items!
Homeসিরাতুন নবী (সা.)পিতা এবং মাতার দিক থেকে নবিজী সা. এর স্বর্ণালী বংশধারা

পিতা এবং মাতার দিক থেকে নবিজী সা. এর স্বর্ণালী বংশধারা

পিতা এবং মাতার দিক থেকে নবিজী সা. এর স্বর্ণালী বংশধারা

পবিত্র নামঃ মুহাম্মাদ সা.
উপনামঃ আবুল কাসেম
পিতাঃ আব্দুল্লাহ্ বিন আব্দুল মুত্তালিব
মাতাঃ আমেনা বিনতে ওয়াহহাব
বংশঃ কুরাইশ
বংশ প্রসঙ্গে কিছু কথাঃ কোন সম্রাট হিরাক্লিয়াস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু সুফিয়ানের নিকট বিভিন্ন প্রশ্ন করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশ সম্পর্কেও সে এই প্রশ্ন করে,
كيف نسبه فيكم…؟
তাঁর বংশধারা কিররুপ?
আবু সুফিয়ান তার জবাবে যে কথা বলেছেন তা বুখারী শরীফে বর্ণনা এসেছে,
هو فينا ذو نسب-
তিনি আমাদের মাঝে সম্ভ্রান্ত বংশধারার অধিকারী।

হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, জবাবটি মুসনাদে বাযযার গ্রন্থে বলা হয়েছে,
وهو في حسب مالا يفضل عليه أحد هذه اية-

বংশধারা ও সম্ভ্রান্ততায় তাকে অতিক্রম করবে এমন কেউ নেই।
একথা শুনে রোমসম্রাট মন্তব্য করেন, এটিও নবী হওয়ার স্বপক্ষে একটি দলীল।
-(ফাতহুল বারী, তাফসীর অধ্যায় : ৮/১৬৩)
অর্থাৎ নবী হওয়ার পক্ষে এটিও একটি দলিল যে, তার বংশ হবে সর্বাধিক মর্যাদার অধিকারী, সর্বাপেক্ষা উন্নত ও শ্রেষ্ঠ। বুখারী শরীফে বর্ণনা এসেছে, আবু সুফিয়ানের উত্তর শুনে রুম সম্রাট হিরাক্লিয়াস বলেন,
وكذالك الرسل تبعث في نسب قومها-
নবী রাসূলগণ এমন উন্নত বংশের লোকই হয়ে থাকেন।
-(বুখারী শরীফ ১/৩)

পিতার দিক থেকে বংশ তালিকা নিম্নরুপঃ সৃষ্টির সেরা, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্বর্ণালী বংশধারা যা জগতের সকল বংশধারা হতে অন্যতম শ্রেষ্ঠ খ্যাতনামা ও সম্মানর্থ, তা হচ্ছে নিম্নরূপঃ-
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -তাঁর পিতা আব্দুল্লাহ- তার পিতা আবদুল মুত্তালিব- তার পিতা হাশিম- তার পিতা আবদে মানাফ- তার পিতা কুসাই- তার পিতা কিলাব- তার পিতা মুররাহ্- তার পিতা কা’ব- তার পিতা লুওয়াই-তার পিতা গালিব- তার পিতা ফিহর- তার পিতা মালিক- তার পিতা নাযার- তার পিতা কিনানাহ্- তার পিতা খুযাইমা- তার পিতা মুদরিকাহ্- তার পিতা ইলয়াস- তার পিতা মুযার- তার পিতা নিযার- তার পিতা মাআদ্দ – তার পিতা আদনান। (বুখারী শরিফ, বাবু মাবআছিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

মাতৃ বংশধারাঃ
পূর্বে যে বংশধারা বর্ণনা করা হয়েছে তা ছিল পৈত্রিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃ বংশধারা নিম্নরূপঃ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- তার মাতা আমিনা- তার পিতা ওয়াহহাব- তার পিতা আবদে মানাফ- তার পিতা যুহরাহ্ – তার পিতা কিলাব- তার পিতা মুররাহ্।
-(তাবকাতে ইবনে সা’দ : ১/৩১)
এভাবে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতৃ ও মাতৃ বংশধারা কিলাবে পৌঁছে এক হয়ে যায়। যদি এ পর্যায়ে বংশলতায় উল্লেখিত ব্যক্তিবর্গের প্রত্যেকের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়, তাহলে আশা করি তা অসঙ্গত বিবেচিত হবে না।
কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি না সামনে ইনশাআল্লাহ কখনো আমরা সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিতভাবে লিখব।
-(সিরাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম – খন্ড নম্বার ০১ পৃষ্ঠা নম্বার ২৮)

মুফতি নাজমুল হাসান সাকিব
মুফতি নাজমুল হাসান সাকিব
নাম: নাজমুল হাসান সাকিব পিতা: মুজিবুর রহমান স্থায়ী ঠিকানা: বাহেরবালী, বাজিতপুর, কিশোরগঞ্জ। বর্তমান ঠিকানা: বসুন্ধরা, বারিধারা, ঢাকা ১২২৯ পড়াশোনাঃ- বাহেরবালী দারুল উলূম নূমানিয়া মাদরাসা, বাজিতপুর, কিশোরগঞ্জ। (নূরানী টু হেদায়াতুন্নাহ্) জামিয়াতুস সালাম মদিনাবাগ, মুগদা, সবুজবাগ, ঢাকা। (কাফিয়া-শরহে বেকায়া) মারকাজুল উলূম আল-ইসলামিয়া মান্ডা, মুগদা, সবুজবাগ, ঢাকা। (আরবী স্নাতক ৪র্থ বর্ষ) মদিনাতুল উলূম বসুন্ধরা মাদরাসা ( হেদায়া) মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা। (এম এ- মাস্টার্স) আল মারকাজুল ইসলামী বাংলাদেশ। (ইসলামি আইন ও গবেষণা বিভাগ) পেশা: লেখালেখি ও পড়াশোনা। (ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নে এখনো অধ্যায়ণরত)।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments