Sunday, November 17, 2024
No menu items!
HomeUncategorizedশীতবস্ত্র বিতরণ কার্যক্রম

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম

আসুন, সম্মিলিতভাবে শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই :: শীতবস্ত্র বিতরণ কার্যক্রম

ইসলাম মানুষের সেবা করতে এবং তার কষ্ট, অসুবিধা দূর করার জন্যে নির্দেশ দিয়েছে।
মানবসেবা ইসলামের একটি শাখা। আমাদের মুসলমান হিসেবে কর্তব্য মানুষের দুঃখে কষ্টে পাশে থাকা, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। কেননা আল্লাহর প্রেরিত নবী-রাসুলগণ এবং ইসলামিক, অনৈসলামিক মহা মনিষীগণ সকলেই মানবতার সেবায় নিবেদিত ছিলেন।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব কষ্টসমূহ থেকে কোনো কষ্ট দূর করবে কিয়ামতের কষ্টসমূহ থেকে আল্লাহ তার একটি কষ্ট দূর করবেন। যে ব্যক্তি কোনো অভাবীকে দুনিয়াতে ছাড় দেবে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে ছাড় দেবেন। যে ব্যক্তি কোনো মুমিনের দোষ গোপন রাখবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। আর আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে যায়।’ (মুসলিম, আবু দাউদ, তিরমিজি)।

মানুষের সেবা করা, দুখী মানুষের পাশে দাঁড়ানো একটি উত্তম ইবাদত।
ইসলামে বলা হয়েছে আর্ত, দুঃখিনীর সেবায় যথাসম্ভব নিজেকে নিয়োজিত করতে।

নবীজি (সা.) ‘হিলফুল ফুজুল’ নামে একটি সংঘটন করে আর্তমানবতার সেবা, অসহায়দের সাহায্য-সহযোগিতা করতেন।
তারই ধারাবাহিকতায় আমাদের DINSHIKKHA.COM এর পক্ষ থেকে মানবসেবা মুলক কার্যক্রম শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়নে কাজ শুরু করেছে । আশাকরি আপনাদের মতামত, পরামর্শ ও সহযোগিতা কাম্য।
আপনি মানবিক এই কাজে এগিয়ে আসতে পারেন আর্থিক সাহায্য দিয়ে।

পাশাপাশি আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ অন্যান্যদের নিকট আমাদের এই মেসেজ টুকু পৌছে দিতে পারেন– এভাবেই আমাদের সম্মিলিত চেষ্টায় হয়তো এই শীত হতে পারে অসহায় দরিদ্র মানুষগুলোর জন্য কিছুটা হলেও সহনীয়।

শীতার্তদের শীত বস্ত্র বিতরণ উদ্যোগ বিস্তারিত:

কার্যক্রমে সহায়তা জমা দেবার শেষ তারিখ: ২৬ ডিসেম্বর ২০২০
বিতরনঃ ৩০ ডিসেম্বর ২০২০

একাউন্ট নাম্বার:
বিকাশঃ 01902086984
নগদঃ 01902086984
রকেটঃ 01843895737

জাপানে অবস্থানরত ভাইগন সহায়তা প্রধানের জন্য যোগাযোগ করুন।
08072346954
facebook: Kawsar Ahmad

Line pay (08072346854)
Paypal : [email protected]

যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন:
ইমেইল:
[email protected]
[email protected]
ফোন: 01843895737
, 01902086984
What’s app এবং Imo
+818072346954 ( সকাল ১১ঃ০০টা থেকে বিকাল ৩ঃ০০টা )

উদ্যোগঃ
দ্বীন শিক্ষা. কম (dinshikkha.com)
দ্বীনের আলোয় আলোকিত হোক সবার হৃদয়।

যোগ দিন আমাদের সাথে। আসুন মানবিক মানুষ হয়ে উঠি!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments