Tuesday, December 3, 2024
No menu items!
Homeঈমান ও আমলধ্বংসকারী ৭০টি কবিরা গুনাহ

ধ্বংসকারী ৭০টি কবিরা গুনাহ

যে সকল কাজ আল্লাহ ও তার রসুল (সঃ) কতৃক হারাম হওয়ার অকাট্য দলীল পাওয়া যায় সে গুলিই কবিরা গুনাহ৷ অত্যন্ত গুরুতর কবিরা গুনাহ ৭ টি : তার দলীল হচেছ হুজুর (সঃ) বলেছেন ” তোমরা ৭ টি পাপ থেকে বেঁচে থাক : 

১/ আল্লাহর সাথে কাউকে শরিক করোনা

২/ যাদু টোনা বা কুফুরী কালাম করোনা

৩/ অন্যায় ভাবে কাউকে হত্যা করোনা

৪/ ইয়াতীমের মাল আত্বসাত্‍ করোনা

৫/ সুদ খেওনা

৬/ যুদ্ধক্ষেএ থেকে পলায়ন করোনা

৭/ সতী সাধ্বী সরলমতি মুমিন নারীর উপর যিনার অপবাদ দিয়োনা ( বুখারী,মুসলিম) 

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেছেন কবিরা গুনাহ ৭০ টি : 

১/ শিরক করা

২/ মানুষ হত্যা করা

৩/ যাদু টোনা করা বা কবিরাজ দিয়ে যাদু করে অন্য মানুষকে কষ্ট দেওয়া বা স্বার্থ উদ্ধার করা

৪/ নামাজে অবহেলা করা

৫/ যাকাত না দেওয়া

৬/ সামর্থ থাকা সত্বেও হজ্জ না করা

৭/ বিনা ওযরে রমজানের রোজা ভংগ করা

৮/ পিতা মাতার অবাধ্য হওয়া

৯/ রক্ত সম্পর্কীয় আত্বীয়তা  ছিন্ন করা

১০/ যিনা-ব্যভিচার করা

১১/ লাওয়াতাত বা সমকামিতা

১২/ সুদের আদান প্রদান

১৩/ ইয়াতিমের মাল আত্বসাত্‍ বা তার উপর জুলুম করা

১৪/ আল্লাহ ও রাসুলের প্রতি মিধ্যারোপ করা

১৫/ জিহাদের ময়দান থেকে পলায়ন করা

১৬/ শাসক কতৃক জনগনের উপর জুলুম করা

১৭/ গর্ব অহংকার করা

১৮/ মদ্যপান বা নেশাখুরী করা

১৯/ মিধ্যা সাক্ষ্য দেয়া

২০/ জুয়া খেলা

২১/ সতী সাধ্বী সরলমতি মুমিন নারীর উপর যিনার অপবাদ দেয়া

২২/ সরকারী মাল বা সম্পদ আত্বসাত্‍ করা

২৩/ চুরি করা

২৪/ ডাকাতি করা

২৫/ মিথ্যা   শপথ করা ও আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা

২৬/ যুলুম বা কারো উপর অত্যাচার করা 

২৭/ জোর পূর্বক চাঁদা আদায় করা

২৮/ হারাম খাওয়া ও যে কোন হারাম পন্থায় সম্পদ উপার্জন ও ভোগ দখল করা

২৯/ আত্বহত্যা করা

৩০/ কথায় কথায় মিধ্যা বলা

৩১/ বিচার কার্যে  দুর্নীতির আশ্রয় নেয়া

৩২/ ঘুষ খাওয়া

৩৩/ পোষাক-পরিচছদে নারী পুরুষের সাদৃশ্যপূর্ন বেশভুষা গ্রহন করা

৩৪/ নিজ পরিবারের মধ্যে অশ্লীলতা ও পাপাচার প্রশ্রয় দান করা

৩৫/ প্রস্রাব- পায়খানা থেকে সুন্নত তরিকায় পবিত্র না হওয়া

৩৬/ তালাক প্রাপ্তা মহিলাকে চুক্তিভিত্তিক বিয়ে করা

৩৭/ রিয়া বা লোক দেখানোর জন্য সত্‍ কাজ করা

৩৮/ দুনিয়াবী উদ্দেশ্যে ইলম অর্জন করা বা ইলম গোপন করা

৩৯/ আমানতের খেয়ানত করা ৪০/ দান – খয়রাতের খোটা দেয়া

৪১/ তকদিরকে অবিশ্বাস করা

৪২/ কান পেতে অন্য লোকের গোপন কথা শোনা

৪৩/ চোগলখুরি করা

৪৪/ বিনা অপরাধে কোন মুসলমানকে অভিশাপ ও গালি দেয়া

৪৫/ ওয়াদা খেলাপ করা

৪৬/ গনকের কথা বিশ্বাস করা

৪৭/ স্বামীর অবাধ্য হওয়া

৪৮/ প্রাণীর প্রতিকৃতি বা ছবি আঁকা

৪৯/ বিপদে উচ্চস্বরে বিলাপ করা

৫০/ বিদ্রোহ , দমভ ও অহংকার প্রকাশ করা

৫১/ দাস-দাসী,দুর্বল শ্রেণীর মানষ এবং জীবজন্তুর সাথে নিষ্ঠুর আচরন করা

৫২/ প্রতিবেশীকে কষ্ট দেয়া

৫৩/ মুসলমানদের কষ্ট দেয়া বা গালি দেয়া

৫৪/ আল্লাহর বান্দাদের কষ্ট দেয়া

৫৫/ অহংকার ও গৌরব প্রকাশের জন্য পায়ের টাখনুর নীচে পোষাক পরা

৫৬/ পুরুষের স্বর্ণ ও রেশমী কাপড় পড়া

৫৭/মুনিবের কাছ থেকে গোলামের পলায়ন

৫৮/ আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু পাখি যবেহ করা

৫৯/ যে পিতা নয়, তাকে জেনে শুনে পিতা বলে পরিচয় দেয়া

৬০/ বাদানুবাদ বা ঝগড়া করা

৬১/ প্রয়োজনের অতিরিক্ত পানি অন্যকে না দেয়া

৬২/ মাপে ও ওজনে কম দেয়া

৬৩/ আল্লাহর আজাব ও গজব সম্পর্কে উদাসীন থাকা

৬৪/ আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া

৬৫/ বিনা ওযরে নামাজের জামা’য়াত ত্যাগ করা এবং একাকী নামাজ পড়া

৬৬/ ওযর ছাড়া জুম’আ এবং জা’মাআত ত্যাগ করার উপর অটল থাকা

৬৭/ উত্তরাধিকারীদের মধ্যে শরীয়ত বিরোধী ওসিয়ত করা

৬৮/ ধোকাবাজি,ছলচাতুরী, প্রতারণা করে মানুষ ঠকানো

৬৯/ মুসলমানদের উপর গোয়েন্দাগিরী করা এবং তাদের গোপন বিষয় প্রকাশ করে দেয়া

৭০/ সাহাবাদের কাউকে গালি দেয়া৷

সুএ [ কিতাবুল কাবায়ের – ইমাম শামসুদ্দীন বিন উসমান আয্-যাহাবী রহ: ]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments